Site icon Jamuna Television

ক্যাম্পের বাইরে অবস্থানরত রোহিঙ্গারাই অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছিল: পররাষ্ট্রমন্ত্রী

ক্যাম্প থেকে নয়, বাইরে অবস্থানরত রোহিঙ্গারাই অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার দুপুরে, জাদুঘরে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

এসময়, অবৈধ অভিবাসন ঠেকাতে ক্যাম্পের নিরাপত্তা জোরদারের কথাও বলেন পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, রোহিঙ্গাদের নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে টেকনাফের সেন্টমার্টিনে একটি ট্রলারডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৭৩ জন।

কোস্ট গার্ড জানিয়েছে, গতরাতে সেন্টমার্টিন্সের দুই কিলোমিটার পশ্চিমে ১২০ রোহিঙ্গা নিয়ে একটি মালয়েশিয়াগামী একটি ট্রলার বিকল হয়ে পড়ে। সেখানেই ধীরে ধীরে পানিতে ডুবে যায় ট্রলারটি।

Exit mobile version