Site icon Jamuna Television

ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অপরাধে যুবকের মৃত্যুদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্নচরে ২০১৭ সালে শরীফ হোসেনকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার করার অপরাধে মো. মিলনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ মামলার রায়ে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামী মিলন ও নিহত শরীফ ইটভাটায় কাজ করে। তারা দুইজন বন্ধুও। ফলে শরীফের বাড়িতে প্রায় যাতায়াত করতেন মিলন। কিন্তু ঘরে বিবাহযোগ্য বোন থাকায় শরীফ একদিন মিলনকে ডেকে যখন তখন তার বাড়িতে আসতে নিষেধ করে। এ নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয় মিলন এক পর্যায়ে ২০১৭ সালের ২৮ মে বিকালে সুবর্ণচরের চর মহি উদ্দিন গ্রামে নিজ ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় মিলন শরীফকে কোপ দেয়। এতে তার গলার এক পাশ কেটে প্রচুর রক্ত ক্ষরণ হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই রাতেই নিহতের ছোট ভাই মো. আরিফ হোসেন বাদী হয়ে মিলনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে মিলনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

Exit mobile version