Site icon Jamuna Television

ক্রিকইনফোর বিশ্বকাপ একাদশের অধিনায়ক আকবর

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের হট ফেভারিট ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। গত রোববার দক্ষিণ আফ্রিকায় বৃষ্টি-আইনে তিন উইকেটে ভারতকে হারিয়ে ট্রফি নিশ্চিত করে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষে আইসিসি টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে। সেই দলেরও অধিনায়ক করা হয়েছে আকবর আলীকে।

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো তাদের বিশ্বকাপ সেরা একাদশ ঘোষণা করেছে। এখানেও অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীকে। এ দলে আকবর আলী ছাড়াও রয়েছেন সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়।

ক্রিকইনফোর বিশ্বকাপ একাদশ : যশস্বী জয়সোয়াল , ইব্রাহিম জাদরান, মাহমুদুল হাসান জয়, অখিল কুমার, আকবর আলী, ড্যান মৌসলি, নাঈম ইয়ং, ক্রিস্টিয়ান ক্লার্ক, শফিকউল্লাহ ঘাফারি, রবি বিষ্ণুই ও কার্তিক ত্যাগি।

Exit mobile version