Site icon Jamuna Television

করোনাভাইরাসের নতুন নাম ‘কোভিড-নাইনটিন’

বিশ্বে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নতুন ও বৈজ্ঞানিক নাম ‘কোভিড-নাইনটিন’। মঙ্গলবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়- সময় এসেছে ভাইরাসটিকে বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে বিবেচনার।

এরইমাঝে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১শ’ ১৩ জনে। বেশিরভাগ চীনা হলেও, তালিকায় রয়েছেন হংকং ও ফিলিপাইনের নাগরিকও। নিশ্চিতভাবে সংক্রমিত ৪৪ হাজারের বেশি। শুধু হুবেই প্রদেশেই নতুনভাবে ভাইরাসটির সংক্রমনের শিকার হয়েছেন ১৭শ’র কাছাকাছি। মঙ্গলবারই প্রদেশটিতে প্রাণ গেছে ৯৫ জনের।

এদিকে, সুইজারল্যান্ডের জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক জানান, বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে কোভিড-নাইনটিনকে বিবেচনার সময় এসেছে। তার দাবি- মানবজাতির জন্য যেকোন জঙ্গি সংগঠন থেকে ভাইরাসটি বেশি ক্ষতিকর। ভাইরাস প্রতিরোধে বাজারে টিকা আসতে ১৮ মাস সময় প্রয়োজন বলেও জানান তিনি।

Exit mobile version