Site icon Jamuna Television

ইনজুরিতে ৬ মাসের জন্য মাঠের বাইরে বার্সেলোনার উসমান দেম্বেলে

হ্যামস্ট্রিং ইনজুরিতে ছয় মাসের জন্য ছিটকে গেলেন বার্সেলোনার উইঙ্গার উসমান দেম্বেলে। আর তাতে কাতালান ক্লাবটিতে ইনজুরির মিছিল আরো দীর্ঘ হলো।

মঙ্গলবার ফিনল্যান্ডে দেম্বেলের অস্ত্রোপচার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বার্সেলোনা। উরুর চোটে দীর্ঘ দিন বাইরে থাকার মাঠে ফেরার পথে ছিলেন এই ফরাসি উইঙ্গার। গেল সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন তিনি। সেখানে হ্যামস্ট্রিংয়ের চোটে আবারো ৬ মাসের জন্য ছিটকে যাওয়া। ২০১৭ সালে ক্লাবটিতে যোগ দেয়ার পর খেলতে পারেননি ৬৩টি ম্যাচে। চলতি মৌসুমে মাত্র ৩টি ম্যাচে পুরো সময় খেলতে পেরেছেন। আর নতুন করে চোটে পড়ায় ফ্রান্সের হয়ে ২০২০ ইউরো খেলার সম্ভাবনা প্রায় শেষ দেম্বেলের।

Exit mobile version