Site icon Jamuna Television

গার্লফ্রেন্ডের সাথে ছবি ফেসবুকে দেয়ায় মারধর, আহত শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি
ফেসবুকে ছবি দেয়া নিয়ে মারধর করার পর অপমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। অজ্ঞান অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আত্মহত্যা চেষ্টাকারী ও হামলার শিকার সোহেল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, সোহেল বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী দুর্জয় ও তার গার্লফ্রেন্ডের একটি অস্পষ্ট ছবি (পেছন থেকে তোলা) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। এই ছবিকে কেন্দ্র করে গত মঙ্গলবার সোহেলকে ডেকে পাঠায় দুর্জয়। সোহেল নীল দীঘি পাড়ে আসলে তার দেয়া স্ট্যাটাসের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়। স্ট্যাটাসের জন্য সোহেল ক্ষমা চায়। কিন্তু দুর্জয় তার দলবল নিয়ে সোহেলকে মারধর করে। পরে দুর্জয়ের গার্লফ্রেন্ড জেনি সোহেলকে কান ধরিয়ে হাঁটায়।

এঘটনায় সোহেল আত্মহত্যা চেষ্টা করলে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে সহপাঠীরা তাকে নোয়াখালী সদর হাসপতালে নিয়ে যায়।

এ ঘটনার কথা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এ হামলার ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয় আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে হামলাকারীরা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠে।

Exit mobile version