Site icon Jamuna Television

বাদুর থেকেই এসেছে করোনাভাইরাস বলছেন বিজ্ঞানীরা

করোনাভাইরাসের উৎস কী? তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তাতে বিজ্ঞানীর বলছেন বাদুর থেকেই উৎপত্তি ভাইরাসটি। তাদের দাবি- ভয়ংকরদর্শন প্রাণীটি খাওয়ার কারণেই তা দ্রুত ছড়িয়েছে।

চীনের উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়ানোর পর এর কারণ হিসেবে গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা। ‘2019- nCoV’ ছড়ানোর জন্য, এখন পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত থেকে গবেষকরা দায়ী করছেন বাদুরকে।

সিঙ্গাপুরের গবেষক ড. ড্যানিয়েল এন্ডারসন বলেন, বাদুরের শরীরে করোনাভাইরাস বহন করার প্রমাণ মিলেছে। বাদুরের মাংস, মুত্র কিংবা লালা, যেকোনো ভাবেই তা ছড়াতে পারে মানুষের মাঝে।

চীনে খাদ্য হিসেবে বাদুর জনপ্রিয় হওয়ায়, মানুষের শরীরে তা ছড়িয়েছে দ্রুত। সার্সধর্মী ভাইরাসটির মূল বহনকারী বাদুর হওয়ায়, প্রাণীটি খাওয়া কিংবা এর সংস্পর্শে আসাকে বিপদজনক বলছেন তারা।

কানাডার স্কট ওয়েজ ইউনিভার্সিটি অব গুয়েল্ফ জানায়, করোনার জীবানু থাকা বাদুর বিষধর সাপের মতো। অর্থাত বিষে সাপের যেমন কিছু হয় না কিন্তু সেটি ছোবল মারলে মানুষ মারা যায়, ঠিক তেমনি জীবানুর কারণে বাদুরের ক্ষতি হয় না কিন্তু তা মানুষের ক্ষতি করে।

শুধু চীন নয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া-ভিয়েতনামের মতো দেশগুলোতেও খাদ্য তালিকায় সমাদৃত বাদুর।

Exit mobile version