Site icon Jamuna Television

সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফাইল ছবি

সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করছে। এমন আভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে এই অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ ফেব্রুয়ারি নয়াপল্টনে সমবেত হবে দলের নেতাকর্মীরা। পরে দুপুর ২টায় প্রেসক্লাব পর্যন্ত পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, সরকার সুপরিকল্পিত ও সচেতনভাবে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে একদলীয় শাসন চাপিয়ে দিচ্ছে।

Exit mobile version