Site icon Jamuna Television

মন্ত্রিসভায় রদবদল আসছে, দেখা যাবে নতুন মুখ

রদবদল আসছে মন্ত্রিসভায়। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নারায়ন চন্দ্র চন্দ পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হচ্ছেন। প্রতিমন্ত্রীর পদে দেখা যেতে পারে রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলীকে। এছাড়াও কাল শপথ নিতে পারেন আরও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন দায়িত্বপ্রাপ্তদের এই শপথ অনুষ্ঠান হবে বলে বিভিন্নসূত্রে নিশ্চিত হওয়া গেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক মারা যাওয়ার পর গত মাসের মাঝামাঝি সময় থেকে তার পদটি শূন্য রয়েছে।

এছাড়া মন্ত্রিসভার নতুন সদস্য হতে পারেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও বেসিসের সভাপতি মোস্তফা জব্বার। গত দুই বছর বিভিন্ন সময়ে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা গেলেও তেমন কোনো পরিবর্তন আসেনি ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version