Site icon Jamuna Television

এ বছর থেকেই কেন্দ্রীয় পরীক্ষা নিতে চায় ইউজিসি

এ বছর থেকেই কেন্দ্রীয় পরীক্ষা নিতে চায় ইউজিসি; মার্চ থেকে কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে ১৪টি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান জানান, মেডিকেল ছাড়া সকল বিশ্ববিদ্যালয়ের এর আওতায় আসবে। তবে কারো সমস্যা বা আপত্তি থাকলেও বাকিদের নিয়ে কার্যক্রম শুরু করা হবে। তবে চারুকলা বা আর্কিটেকচারের মতো বিশেষ বিষয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় পরীক্ষার বাইরে আলাদা বাছাই পদ্ধতির সহায়তা নিতে পারবে বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় এই পদ্ধতির বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ঢাবি, বুয়েট, জাবি ও চবি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আলোচনা শেষে তারা সিদ্ধান্ত জানাবেন।

Exit mobile version