Site icon Jamuna Television

রোহিঙ্গা সমস্যা যত দীর্ঘ হবে ততই পাচারের ঘটনা বাড়বে: পররাষ্ট্র সচিব

রোহিঙ্গা সমস্যা যত দীর্ঘ হবে ততই পাচারের মতো ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পোল্যান্ডের সাথে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের মধ্যেই পাচারকারি রয়েছে; তাই এটা পুরোপুরি বন্ধ করা দুষ্কর। বলেন, এই সমস্য দ্রুত সমাধান না হলে শুধু পাচার নয়; মাদকের বিস্তারও বাড়বে। তাই রোহিঙ্গাদের জন্য সবচেয়ে ভালো বিকল্প ভাষানচর বলে জানান পররাষ্ট্র সচিব।

রোহিঙ্গাদের ভাষানচরে নেয়া গেলে পাচার ও মাদক বিস্তারের ঝুঁকি কমে যাবে বলেও জানান তিনি। বাংলাদেশ মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দিয়েছে। তাই রোহিঙ্গাদের এমন মৃত্যু কাম্য নয় বলে জানান পররাষ্ট্র সচিব।

Exit mobile version