Site icon Jamuna Television

মিরপুরে টাইগার যুবাদের রাজসিক সংবর্ধনা

অবশেষে হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে পৌঁছালো বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তারা মিরপুরে পৌঁছায়। এর আগে, বিকেল পৌনে পাঁচটার দিকে বাংলাদেশ দলকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি রানওয়েতে পৌঁছালে সেখানে ওয়াটার স্যালুট দিয়ে বরণ করে নেয়া হয়।

এরপরই, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনা জানাতে যান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানসহ ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক। বিমানবন্দরে উপস্থিত ছিলেন দেশের ক্রিকেট প্রেমী হাজার হাজার দর্শক।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবির পরিচালক আকরাম খান বলেন, আমার বিশ্বাস ওরা আগামী ৪/৫ বছরের মধ্যে ওরা বাংলাদেশকে অনেক সাফল্য এনে দিতে পারবে।

এরপর তারা হাইপারফরম্যান্স টিমে থাকবে এরপর পর্যায়ক্রমে অনূর্ধ্ব-২৩ এবং এ দলের হয়ে খেলবে। তাদের খেলায় রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।

বিমানবন্দর থেকে ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় মিরপুর স্টেডিয়ামে। সেখানে তাদের লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

Exit mobile version