Site icon Jamuna Television

আগামী দুই বছর এক লাখ টাকা করে পারিশ্রমিক পাবে বিশ্বজয়ী যুবারা

আড়ম্বর অনুষ্ঠানে মিরপুরের হোম অব ক্রিকেটে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশকে বরণ করে নিলো বিসিবি। আকবল আলীদের জাতীয় দলের জন্য পস্তুত করতে দুই বছর মেয়াদি প্রশিক্ষণ করার কার্যক্রম পরিচালনা করার ঘোষণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

হাজার হাজার দর্শকের উপস্থিতেতে হোম অব ক্রিকেট শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবর্ধনা দেয়া হয় বিশ্ব চ্যাম্পিয়ন যুব বাংলাদেশ দলকে। মূল মাঠে কেক কেটে চ্যাম্পিয়নদের বরণ করে নেয় বিসিবি।

এরপর অধিনায়ক আকবর আলীকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন নাজমুল হাসান পাপন। যুব দলের এই ক্রিকেটারদের জাতীয় দলের জন্য প্রস্তুত করতে দুই বছরের ক্যাম্প করার ঘোষণা দেন বোর্ড সভাপতি। এই দুই বছর এই ক্রিকেটারদের মাসিক এক লাখ টাকা করে দেয়া হবে পারিশ্রমিক।

Exit mobile version