Site icon Jamuna Television

বইমেলায় পাওয়া যাচ্ছে মিমি হোসেনের ‘হুইলচেয়ার’

এবারের বাইমেলায় চিকিৎসক মিমি হোসেনের প্রথম উপন্যাস ‘হুইলচেয়ার’ প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশক ভাষাচিত্র। মেলার ১৬৭ থেকে ১৭০ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। প্রচ্ছদ করেছেন খন্দকার সোহেল।

দুজন মানুষের ভেতরের প্রেম, দুজনার একে অপরের প্রতি আকাঙ্ক্ষা প্রকৃতির ইচ্ছেতে জায়গা বদলে নেয়। করুণা আর কৃতজ্ঞতার মোড়কে এই বদলে যাওয়া সম্পর্ক, এর সাথে জুড়ে থাকা চরিত্রগুলোর বিশ্লেষণ, একজন স্থবির জড় পদার্থের মতো দুর্বল মানুষের দৃঢ় সিদ্ধান্ত নেবার গল্প উঠে এসেছে হুইলচেয়ারে।

Exit mobile version