Site icon Jamuna Television

নববর্ষের দিনে লন্ডনে ছুরির আঘাতে নিহত ৪

ইংরেজী নববর্ষের দিনে লন্ডনে ছুরির আঘাতে ৪ জন নিহত হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে লন্ডনের ওয়েস্ট হাম, টিউলস হিল, এনফিল্ড এবং ওন্ড স্ট্রিটে চারটি খুন সংগঠিত হয়। এর মধ্যে দুই জনের বয়স ১৭ এবং ১৮ বছর। বাকি দুই জনের বয়স ২০ বছরের মধ্যে। দ্যা ডেইলি মেইল
চারটি খুনের ঘটনার মধ্যে কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে ২০১৭ সালে লন্ডনে সর্বমোট  ২৬ কিশোর খুন হয়, যার মধ্যে ২০ কিশোরকে ছুরি আঘাতে খুন করা হয়েছে, যা বিগত এক দশকের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালে ১২ জন কিশোর খুন হয় লন্ডনে।
এদিকে এনফিল্ডের খুনের ঘটনায় ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য তিনটি খুনের কোনো আসামি এখনও পর্যন্ত চিহ্নিত হয়নি।
Exit mobile version