Site icon Jamuna Television

আকাশে আবারও সুপার মুন

থার্টিফার্স্ট সন্ধ্যা কিংবা রাত, কোনোটাই হয়তো মন মতো ঘোরা হয়নি, নিরাপত্তাজনিত কারণে। তাই বলে মন খারাপ করার কিছু নেই। নতুন বছরের প্রথম দিনটি প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে পারেন, একেবারে ফুরফুরে রোমান্টিক আমেজে। আপনার সাথে আজ সারা রাত আকাশ জুড়ে থাকছে সুপার মুন।

বিজ্ঞানীরা বলেন, রাতের আকাশে সাধারণ সময়ের তুলনায় সুপার মুনকে ৭ ভাগ বড় এবং ১২ থেকে ১৪ ভাগ উজ্জল দেখায়। আলোয় ছড়ায় আরও বেশি। ডিসেম্বরের পর সুপারমুনের সেই ঝলসানিতে আবারও ঢল ঢল স্বর্গীয় জোছনায় উজ্জল হতে চলেছে চারপাশ।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি জানিয়েছে, আজ সারা রাত দেশের সবপ্রান্ত থেকে দেখা যাবে সুপার মুন। রাত ২:২৪ মিনিটে দেবে সবচেয়ে বেশি আলো।

যুক্তরাজ্যের রয়েল সোসাইটি জানিয়েছে, ১৯৪৮ সালের পর ২০১৬ সালে পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল চাঁদ। আবার ২০৩৪ সালের ২৫ নভেম্বরের আগে চাঁদ পৃথিবীর এতো কাছে আসবে না।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সুপার মুন ট্রি-লজির এটি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি দেখা গেছে ৩ ডিসেম্বর, আর তৃতীয় ও শেষ পর্বটি দেখা যাবে আগামী ৩১ জানুয়ারি।

তো হয়ে যাক আরেকটি হানিমুন! কিংবা বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠুন মুন হাউলে!!

ও হ্যাঁ, এবার যদি উপভোগ করতে না পারেন; তাতে কি? ৩১ জানুয়ারির জন্য প্রস্তুত হয়ে যান।

সুপার মুনসহ শুভ নববর্ষ!!!

যমুনা অনলাইন: আরএস

Exit mobile version