Site icon Jamuna Television

রাজধানীর ডিআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নয়াপল্টনের কালভার্ট রোডে ডিআর টাওয়ারের ১২-তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আধ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার বেলা দুইটা ৫০ মিনিটে ডিআর টাওয়ারে আগুন লাগার খবর পায় তারা। ১৯-তলা এই ভবনের ১২-তলায় আগুন লাগে।

জানা গেছে, ভবনটিতে ইসলামী ইন্সুরেন্সের প্রধান কার্যালয়সহ বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ১২-তলায় আগুন লাগার সময় সেখানে প্রায় একশ কর্মকর্তা–কর্মচারী অবস্থান করছিলেন। তবে আগুন লাগার খবর পেয়ে তারা সবাই নিচে নেমে যান। ভবনের স্টোররুম থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Exit mobile version