Site icon Jamuna Television

ট্রাক, প্রাইভেটকার ও তেলবাহী গাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত ১২

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরে তেলবাহী গাড়ির সাথে ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন ১২ জন। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ময়লার স্তুপের দেয়া আগুনের ধোঁয়ায় এ সংঘর্ষ হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছুদিন ধরে মাদরীপুর পৌরসভার আবর্জনা ও ময়লা রাখা হয় ঢাকা-বরিশাল মহাসড়েকর সদর উপজেলার মস্তফাপুরে। সেই ময়লায় বৃহস্পতিবার সকালে আগুন ধরিয়ে দেয় পরিষ্কার-পরিচ্ছন্নকর্মীরা। এর ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে ঢাকা-বরিশাল মহাসড়কে কিছুই দেখতে পাচ্ছিলেন না পরিবহন চালকরা। ফলে দুপুর ২টার দিকে ওই এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তেলবোঝাই একটি গাড়ির সাথে ফের সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ১২ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এলাকাবাসী মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করে। আহতের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Exit mobile version