Site icon Jamuna Television

মন্ত্রিসভায় তিন রদবদল, শ ম রেজাউল মৎস্য ও প্রাণিসম্পদে

মন্ত্রিসভায় রদবদল হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউলকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বদলি করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে।

অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরুকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিসভায় এই রদবদল করা হয়েছে। মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রুলস অব বিজনেস ১৯৯৬’র রুল ৩(৪) অনুযায়ী এই দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

Exit mobile version