Site icon Jamuna Television

কবি নির্মলেন্দু গুণ হাসপাতালে

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

জানা গেছে, বেশ কয়েক দিন আগে ঠাণ্ডায় আক্রান্ত হন কবি নির্মলেন্দু গুণ। গত তিন দিনে সেই ঠাণ্ডা জনিত রোগ গুরুতর আকার ধারণ করে। পাশাপাশি কিডনিতে সমস্যা দেখা দিলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তিন চিকিৎসক বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছে।

চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন বলে জানান কবির মেয়ে মৃত্তিকা গুণ। বলেন, রিপোর্টগুলো এখনো পাওয়া যায়নি। তবে বাবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ডাক্তার সন্দেহ করছেন।

নির্মলেন্দু গুণকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে কবির পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, কবি নির্মলেন্দু গুণ ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরষ্কার, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।

Exit mobile version