Site icon Jamuna Television

পারমাণবিক স্থাপনার তথ্য বিনিময় করেছে ভারত-পাকিস্তান

চিরশত্রু রাষ্ট্র ভারত-পাকিস্তান। কিন্তু ৩০ বছর করা আগের এক দ্বি পাক্ষিক চুক্তি অনুযায়ী একে অপরের পারমাণবিক স্থাপনার তথ্য আদান প্রদান করেছে দুটি দেশ। আজ সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে তালিকাটি বিনিময় করা হয়। আর এইবারের নিয়ে মোট ২৭ বার এভাবে তথ্য আদান প্রদান করা হয়েছে। দুটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এই দুটি দেশ একে অপরের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না এমন দ্বিপাক্ষিক চুক্তি করে। আর চুক্তিটি ১৯৯১ সালের ২৭ জানুয়ারি থেকে কার্যকর হয়। এই চুক্তি অনুযায়ী প্রতি বছরের জানুয়ারির এক তারিখে দুদেশের পরমাণু স্থাপনার তথ্য আদান প্রদান করা হয়। ১৯৯২ সাল থেকে এভাবে দুটি দেশ তথ্য আদান প্রদান করে আসছে।

বর্তমানে ভারতে ২২ টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এর মাধ্যেমে ৬৭৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।

টিবিজেড/

Exit mobile version