Site icon Jamuna Television

বসন্ত বরণে দেশজুড়ে চলছে নানা আয়োজন

প্রকৃতির পালাবদলে এসে গেছে ঋতুরাজ বসন্ত। নতুন পাতায় ঋদ্ধ হয়ে উঠবে রুক্ষ প্রকৃতি। ঋতুরাজকে বরণ করে নিতে দেশজুড়ে চলছে নানা আয়োজন।

সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে নাচ-গানে মেতে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা। উৎসবের রং ছড়িয়েছে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোয়। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠাসহ নানা আয়োজনে বসন্তকে বরণ করে নিচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভাগীয় ও জেলা শহরেও রয়েছে বর্ণিল আয়োজনে বরণ করা হচ্ছে ঋতুরাজকে। উৎসবে বাড়তি মাত্রা যুক্ত করেছে ভ্যালেন্টাইন ডে।

Exit mobile version