Site icon Jamuna Television

হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডাকাতির চেষ্টার সময় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পার্কের পেছনের গেইটের বাইরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সংঘবদ্ধ ডাকাতদল। বিষয়টি আঁচ করতে পেরে পুলিশে খবর দেন যমুনা গ্রুপের নিরাত্তাকর্মীরা। পরে নিরাপত্তা কর্মী এবং গ্রামবাসীদের সহযোগিতায় দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে দেশিয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করে দুই জন। বাকি ডাকাতদের গ্রেফতারেও চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করেছেন এসআই আবুল কাসেম।

Exit mobile version