Site icon Jamuna Television

‘সরকার নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ’

সরকার নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে; তাই দিন দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলছে বলে অভিযোগ করেছেন একটি নারী অধিকার আন্দোলন সংগঠন।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এমন অভিযোগ করেন তারা। এসময় এই ব্যর্থতার দায়ে দায়িত্বশীলদের পদত্যাগের দাবি করেন মানববন্ধনের অংশগ্রহণকারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা। বিচারহীনতার সংস্কৃতির কারণে নারীর নিরাপত্তা,অধিকারসহ সব কিছুই ধ্বংসের দিকে বলেও অভিযোগ করেন তারা।

Exit mobile version