Site icon Jamuna Television

বেদে পল্লীর শিশু ও এতিমদের ফুল-খাবার দিয়ে ভালোবাসা দিবস উদযাপন

“সুখ স্বপ্নের সন্ধানে কাজ করব মোরা একই বন্ধনে” এই শ্লোগানে নড়াইলে বেদে পল্লী আর এতিমখানার শিশুদের নিয়ে ভালোবাসা দিবস পালন করেছে “স্বপ্নের খোঁজে”নামে একটি সংগঠন। শুক্রবার দুপুরে সদরের সীমাখালি ঘাটে বেদেপল্লী ও এতিমখানার শিশুদের দিয়ে কেক কেটে দিবসের কার্যক্রম শুরু করে তারা।

এরপর শিশুদের ফুল দিয়ে ও দুপুরের খাবার দিয়ে ভালবাসা দিবস উদযাপন করা হয়। এখানে ভালোবাসা দিবসের সংক্ষিপ্ত আলোচনা করে সংগঠনের প্রতিষ্ঠাতা মীর্জা গালিব। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা কামাল,ইকবাল মোস্তারী,মাওলানা মাহাবুব,সাংকাদিক হাফিজুল রহমান নিলু প্রমুখ।

পরে ৩০ জন ছিন্নমুল শিশুদের নিয়ে আনন্দে মেতে ওঠেন সংগঠনের শাহ পরান,নাঈমুল ইসলাম, শাহজালালেরা।

Exit mobile version