Site icon Jamuna Television

জয়া আহসানের ‘একটু অন্যরকম’ ভ্যালেন্টাইনস ডে

অভিনেত্রী জয়া আহসান এবারের ভ্যালেন্টাইনস ডে মায়ের সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন। ‘অর্ধাঙ্গিনীর’ শুটিং শেষ করে বর্তমানে ঢাকায় রয়েছেন এ অভিনেত্রী। ২০ ফেব্রুয়ারি তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ফিরবেন।

আনন্দবাজারপত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবার ভ্যালেনটাইনস ডে একটু অন্যরকম ভেবেছি। মায়ের সঙ্গে কাটাব।

তিনি বলেন, এত কাজ, ঢাকা-কলকাতা করতে করতে ভেবে দেখলাম, মায়ের সঙ্গেই সময় কাটানো হয়নি। তাই মা আর পরিবারের কয়েকজনকে নিয়ে আজ ভ্যালেন্টাইনস ডে আউট।

এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, আসলে এটা প্রেমের দিন। সেই দিনটার উদযাপনই আসল কথা। ঢাকা থেকে দূরে আমাদের একটা ছোট্ট বাড়ি আছে। সেখানেই যাব।

বইয়ের গন্ধের মধ্যেও প্রেম লুকিয়ে থাকে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, খুব ইচ্ছে ছিল বইমেলা যাওয়ার।

বই দেখতে গেলেও ঢাকার মানুষ এমনভাবে তাকে ঘিরে ধরেন যে বইমেলা যেতে আর সহজ বোধ করেন না এই অভিনেত্রী। অনেকটা আফসোসের সঙ্গে জানালেন, বইমেলায় একবার যেতেই হবে। আপাতত আজ ভ্যালেন্টইনস চলুক।

Exit mobile version