Site icon Jamuna Television

খালেদা জিয়ার জামিন চেয়ে আবারো উচ্চ আদালতে যাবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের জন্য আবারো উচ্চ আদালতে আবেদন করবেন তার আইনজীবীরা। স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান, খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মহবুব হোসেন।

স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জানান, আগামী সপ্তাহের মধ্যেই আবেদন করা হবে। তাদের প্রত্যাশা এবারের জামিন আবেদন করলে সরকারের প্রতিহিংসার প্রভাব থাকবে না। বিকেল ৪ টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তি নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন দলীয় আইনজীবীরা।

Exit mobile version