Site icon Jamuna Television

কর্ণফুলী নদীতে নৌকা ডুবি, শিশুর মরদেহ উদ্ধার

রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে আরেকটি নৌকা ডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ আরও দুইজন।

ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রামে নন্দন এলাকা থেকে কাপ্তাই বেড়াতে যান কয়েকজন। বেলা ১২ টার দিকে কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমণে বের হন তারা। শিলছড়ি এলাকায় পৌঁছালে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ডুবে যায় নৌকাটি। নিখোঁজ থাকেন তিনজন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উদ্ধার করা হয় দেবলীনা দে নামে এক শিশুর মরদেহ। বাকি দু’জনের খোঁজে চলছে অভিযান।

Exit mobile version