Site icon Jamuna Television

বিপুল পরিমাণ ইরানি অস্ত্র জব্দ করলো মার্কিন নৌবাহিনী

আরব সাগর থেকে বিপুল পরিমান ইরানি অস্ত্রবোঝাই জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী।

বৃহস্পতিবার আরব সাগর ব্যবহার করে বিপুল গাইডেড ক্ষেপণাস্ত্র ক্রুজার নোরম্যান্ডি নিয়ে যাবার সময় মার্কিন বাহিনী সেগুলো আটক করে।

আটককৃত অস্ত্রের মধ্যে ট্যাংকবিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র ও তিনটি স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রসহ ইরানের উৎপাদিত বিপুল অস্ত্র রয়েছে বলে জানায় মার্কিন নৌবাহিনী।

এর আগে গত নভেম্বরেও এমন অস্ত্র ভাণ্ডার জব্দ করা হয়েছিল বলে জানায় মার্কিন সেনাবাহিনী।

সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জন্য সরবরাহ করা ইরানি অস্ত্র জব্দ করছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের প্রস্তাব অনুসারে, দেশের বাইরে অস্ত্র সরবরাহ, বিক্রি ও হস্তান্তর করতে পারবে না ইরান। তবে নিরাপত্তা পরিষদের অনুমতি থাকলে সেটা ভিন্ন কথা। এছাড়া ইয়েমেনকে কেন্দ্র করে আরেকটি প্রস্তাবনায় হুতি নেতাদের অস্ত্র সরবরাহেও নিষেধাজ্ঞা রয়েছে।

Exit mobile version