Site icon Jamuna Television

দুই বছরের জন্য চ্যাম্পিয়নস লিগ থেকে নিষিদ্ধ ম্যান সিটি

আর্থিক অনিয়মের দায়ে চ্যাম্পিয়নস লিগের আগামী দুই মৌসুম থেকে ম্যানচেস্টার সিটিকে নিষিদ্ধ করেছে উয়েফা। সেই সাথে ইংলিশ ক্লাবটিকে ৩ কোটি ইউরো জরিমানাও করা হয়েছে।

বেশ কিছুদিন যাবত শোনা যাচ্ছিলো ইউরোপিয়ান ফুটবল থেকে নিষেদ্ধাজ্ঞা পেতে পারে ম্যানচেস্টার সিটি। অবশেষে উয়েফার কাছ থেকে আসলো এমন ঘোষণা। ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে ম্যানচেস্টারের ক্লাবটিকে।

ক্লাব নিবন্ধন ও আর্থিক সংগতি নীতিতে সিটি ‘মারাত্মক আইন লঙ্ঘন করেছে’ বলে মনে করে উয়েফা। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে সিটির স্পনসরশিপ রাজস্ব থেকে আয়কৃত আর্থিক হিসেবে গড়মিল পেয়েছে উয়েফার আর্থিক সংগতি নীতি নিয়ন্ত্রক সংস্থা। এ নিয়ে তদন্তকাজেও ক্লাবটি ‘সহায়তা করেনি’ বলে জানিয়েছে তারা। তবে উয়েফার এ রায়ের বিপক্ষে আপিল করা যাবে। সিটির পক্ষ থেকে বলা হয়েছে, উয়েফার এ রায়ে তারা ‘হতাশ হলেও বিস্মিত হয়নি।’ তবে ‘অপরিপক্ব’ এ রায়ের বিপক্ষে আপিল করবে সিটি।

Exit mobile version