Site icon Jamuna Television

ফেসবুক আইড হ্যাক করে চাঁদা আদায়ের অভিযোগে আটক ২

বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ফেসবুক আইডি হ্যাক করে হুমকি বা অন্য উপায়ে চাঁদা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

আটক দুই জনের নাম মীর মাসুদ রানা ও মো. সৌরভ। আইডি হ্যাক করে মাসে প্রায় ২ লক্ষ টাকার মতো আয় করতো বলে তারা জানায়।

এরআগে অভিনেতা মিশা সওদাগর ও জায়েদ খানের ফেসবুক আইডি হ্যাক করে অচেনা নম্বর থেকে ফোন দিয়ে অর্থ দাবি করে হ্যাকার। তারও আগে রিয়াজ, শাবনুর, মাহিয়া মাহি, বিপাশাসহ কয়েকজন অভিনেতা অভিনেত্রীর আইডি হ্যাক করে অর্থ দাবি করে চক্রটি।

অরুনা বিশ্বাস বলেন, যারা আইডি হ্যাক করছে তারা মেধাবী। মেধা ভালো কাজে লাগাতে হবে।

র‍্যাব জানায় ‘টিম সিলেট’ নামে দেশে ও দেশের বাইরে চক্রের ২০ সদস্য সক্রিয়। এখন পর্যন্ত চক্রটি ২০ হাজার ফেসবুক আইডি হ্যাক করেছে। প্রতি মাসে গড়ে দুই লাখ পর্যন্ত টাকা অবৈধ আয় করে তারা।

চক্রের অন্য সদস্যদেরও আটকের চেষ্টা চলছে বলে জানায় র‌্যাব।

Exit mobile version