Site icon Jamuna Television

যতই সমালোচনা হোক জাতীয় পার্টির কাছেই আসতে হয়: জিএম কাদের

যতই সমালোচনা করা হোক না কেন রাজনীতিবিদদের জাতীয় পার্টির কাছেই আসতে হয়। এটিই দলের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাঈদ তারেক এর রাজনৈতিক স্মৃতি আলেখ্য ‘আমার দেখা এরশাদ’ বই এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব বলেন।

বইটি সুখপাঠ্য; এরশাদকে ‘মতলববাজ রাজনীতির অসহায় শিকার’ বলে বইয়ে যে মুল্যায়ন রয়েছে তা সঠিক বলেও মন্তব্য করেন জি এম কাদের।

লেখক সাঈদ তারেক বলেন, এরশাদকে নিয়ে জনমনে যে মিথ্যা বিভ্রান্তি আছে বইটি পড়লে তা দূর হবে।

Exit mobile version