বগুড়ায় গৃহবধূকে ধর্ষণের পর মাথার চুল কেটে ও আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে সদর উপজেলার পৌর এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে।
স্বজনদের দাবি, স্বামী তার বন্ধুকে বাসায় নিয়ে প্রথমে ধর্ষণের ঘটনা ঘটায়। এরপর মাথার চুল কেটে শরীরে আগুন ধরিয়ে দেয়।
প্রতিবেশিরা জানান, বছর কয়েক ধরে ওই দম্পতি একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। আজ দুপুরে তারা চিৎকার শুনে বাড়িতে গিয়ে দেখেন, শরীরে আগুন ধরে যাওয়ায় মেঝেতে গড়াগড়ি করছিলেন ভূক্তভোগী নারী। প্রতিবেশিদের উপস্থিতি টের পেয়ে স্বামী রফিকুল ও সঙ্গে থাকা যুবক সটকে পড়ে।

