Site icon Jamuna Television

চট্টগ্রামে নাছিরের পরিবর্তে আ’লীগের মনোনয়ন পেলেন রেজাউল করিম

শেষ পর্যন্ত কপাল পুড়লো চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের। আসছে নির্বাচনে তার পরিবর্তে আওয়ামী লীগ এবার দলীয় মনোনয়ন দিয়েছে রেজাউল করিম চৌধুরীকে।

শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চট্টগ্রাম সিটি নির্বাচনসহ ৫টি আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এতে বলা হয়, চট্টগ্রাম সিটি নির্বাচনে এবার আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়বেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিনকে। গাইবান্ধা-৩ এ প্রার্থী উম্মে কুলসুম। বাগেরহাট-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আমিরুল আলম মিলন। যশোর-৬ এ ঘোষণা করা হয় শাহীন চাকলাদারের নাম। আর বগুড়া-১ এ আওয়ামী লীগ ভরসা রেখেছে প্রয়াত সংসদ সদস্য আবদুল মান্নানের স্ত্রী সাহাদার মান্নানের ওপর।

Exit mobile version