Site icon Jamuna Television

১০ জনের মৃত্যুদণ্ড, গুলি করে কার্যকরের নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় হত্যাচেষ্টায় ব্যবহৃত ৭৬ কেজি বোমা পুঁতে রাখার মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড ও বিস্ফোরক মামলায় ৯ জনের ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্ধারিত পদ্ধতি মোতাবেক গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ প্রদান করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা  আগামী ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করতে পারবে।

ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১০ আগস্ট এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।

এদিকে মামলার ২৫ আসামির মধ্যে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকর হওয়ায় তার নাম এ মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে ১২ জন কারাগারে রয়েছেন এবং ১২ জন পলাতক রয়েছে।

/টিবিজেড

Exit mobile version