Site icon Jamuna Television

ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত অন্তত ৩১ বেসামরিক নাগরিক

ইয়েমেনে সৌদি নিয়ন্ত্রিত জোটের বিমান হামলায় প্রাণ গেছে অন্তত ৩১ বেসামরিক নাগরিকের। শনিবারের হামলায় আহত হয় অন্তত ১২ জন।

জাতিসংঘের এক বিবৃতিতে নিশ্চিত করা হয় এ তথ্য। এর আগে হুতি বিদ্রোহীরাও আল জফ এলাকায় বেসামরিক প্রাণহানির দাবি করে। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

এর আগে একই এলাকায় একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে হুতিরা। বিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে সৌদি জোটও। তবে জোটের দাবি, ইয়েমেনের জনগণের জন্য জরুরি পণ্য সহায়তা নিয়ে যাচ্ছিলো বিমানটি। কোনো হতাহতের কথা জানায়নি কর্তৃপক্ষ।

বিমান হামলায় আহতদের চিকিৎসায় দ্রুত মেডিকেল টিম পাঠিয়েছে জাতিসংঘ।

Exit mobile version