Site icon Jamuna Television

করোনাভাইরাস: চীনে গত ২৪ ঘণ্টায় আরও ১৪২ জনের মৃত্যু

চীনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪২ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি বিভাগের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে।

নতুন করে সংক্রমিত আরও অন্তত ১ হাজার ৮৪৩ জন; মোট আক্রান্ত প্রায় ৬৯ হাজার। যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের। তবে আক্রান্তের হার কিছুটা কমেছে বলে জানিয়েছে চীনা স্বাস্থ্য বিভাগ।

শনিবার কোভিড১৯-এ প্রথম মৃত্যু হয় ইউরোপে। ফ্রান্সে কোয়ারেন্টাইনে ছিলেন ৮০ বছর বয়সী ওই চীনা পর্যটক। দেশটিতে আরও ১১ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

চীনের বাইরে আরও ২৯ দেশে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের শিকার ৫ শতাধিক মানুষ। করোনা মোকাবেলায় সব দেশকেই প্রস্তুত থাকতে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Exit mobile version