Site icon Jamuna Television

পরিবারের কাছে ফিরলেন কোয়ারেন্টাইনে থাকা চীনফেরত বাকি ১০০ জন

আশকোনা হজ ক্যাম্পে পর্যবেক্ষণে থাকা চীনফেরত বাকি একশো জনও বাড়ি ফিরতে শুরু করেছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজ নিজ গন্তব্যস্থলের উদ্দেশে রওনা করতে শুরু করেছেন তারা।

দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনা’সহ সার্বিক ব্যবস্থাপনার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান উহানফেরতরা।

গতকাল বিকেলে শেষ হয় চীনের উহান থেকে ফেরা ৩১২ জনের কোয়ারেন্টাইন। এরপর রাত পর্যন্ত তাদের স্ক্রিনিং করা হয়। গতকালই বাড়ি চলে যান ২১২ জন।

তবে, বাড়ি ফিরে গেলেও প্রত্যেককেই আইডিসিআর’র সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ৩১২ জনকে উহান থেকে ফিরিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো।

Exit mobile version