Site icon Jamuna Television

খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে কোনো আবেদন আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তি অথবা অন্য কোনো ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপি কিংবা তার পরিবারের কেউ আবেদন করেনি। তার প্যারোলে মুক্তি কিংবা জামিনে মুক্তি আদালতের বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

রোববার সকালে গুলশানের সিডনি ইন্টরন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোনো আবেদন আসেনি। বিএনপি কোথায় আবেদন করেছে আমার জানা নেই। খালেদা জিয়া দুর্নীতি মামলায় আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। উনি কোনো আবেদন করতে চাইলে আদালতের মাধ্যমেই করতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version