Site icon Jamuna Television

বগুড়ায় গৃহবধূকে ধর্ষণের পর হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় গৃহবধূকে ধর্ষণের পর শরীরে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার দুপুরে শহরের ঠনঠনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে, জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে ওই নারীকে। আজ তার ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

গত রাতে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে শাহজাহানপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। আসামি করা হয় স্বামী রফিকুলসহ অজ্ঞাত একজনকে। এজাহারে বলা হয়েছে, শহরের একটি ভাড়া বাড়িতে শিশু সন্তানকে নিয়ে থাকেন ওই নারী। সম্প্রতি তার স্বামী আলাদা থাকা শুরু করে। গতকাল এক বন্ধুকে নিয়ে স্ত্রীর কাছে যায় রফিকুল। এক পর্যায়ে তার বন্ধু ঘরে ওই নারীকে ধর্ষণ করে। আর রফিকুল ঘরের বাহিরে পাহারা দেয়। পরে ভুক্তভোগীর শরীরে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে আসামিরা।

Exit mobile version