Site icon Jamuna Television

ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

ইয়ন মরগানের ব্যাটিং তাণ্ডবে ২২৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাঁচ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ট্রফি নিশ্চিত করল ইংল্যান্ড। সিরিজের প্রথম খেলায় হেরে যাওয়া দলটি টানা দুই ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নেয়।

রোববার প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২২২ রানের পাহাড় গড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ২২৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার, জনি বেয়ারস্টো ও ইয়ন মরগান।

৫৭ ও ৬৪ রান করে বাটলার-বেয়ারস্টো আউট হলেও দলকে জয় উপহার দিয়ে ফেরেন অধিনায়ক ইয়ন মরগান। দলকে জয় উপহার দিতে মাত্র ২২ বলে দৃষ্টিনন্দন ৭টি ছ্ক্কায় অপরাজিত ৫৭ রান করেন মরগান।

রোববার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফ্রিকান অধিনায়ক ডি কক।

প্রথমে ব্যাটিংয়ে নেমে টিম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ৭.৪ ওভারে ১১.৩৫ গড়ে উদ্বোধনী জুটিতে ৮৪ রান করেন অধিনায়ক কুইন্টন ডি কক। এরপর মাত্র ২ রানের ব্যবধানে দুই ওপেনারের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

২৪ বলে ৪টি দৃষ্টিনন্দন ছক্কা আর এক চারের সাহায্যে ৩৫ রান করা ডি কক আউট হন বেন স্টকের বলে। স্কয়ার লেগের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন ডি কক। রোববারের আগে টি-টোয়েন্টির সবশেষ চার ম্যাচে ৫২, ৭৯*, ৩১ ও ৬৫ রানের ইনিংস খেলেছেন আফ্রিকান এ অধিনায়ক।

ডি কক আউট হওয়ার পর মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া টিম্বা বাভুমা। আদিল রশিদের বলে বোল্ড হওয়ার আগে ২৪ বলে ৩টি ছয় আর চারটি চারের সাহায্যে ৪৯ রান করে ফেনের বাভুমা।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৩ বলে ৪টি ছক্কা ও চারটি চারের সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৬ রান করে ফেরেন হেনরিক ক্লাসেন। দলীয় ১২তম ওভারে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন ডেভিড মিলার। ২০ বলে তিনচার ও দুটি ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন মিলার।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২২২/৬ (ক্লাসেন ৬৬, বাভুমা ৪৯, মিলার ৩৫*, ডি কক ৩৫)।

Exit mobile version