Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের চাপে তেহরান কখনো আলোচনায় বসবে না: রুহানি

যুক্তরাষ্ট্রের চাপে তেহরান কখনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, ইরান দীর্ঘদিনের শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে আলোচনায় বসবে না।

রোববার টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সাহায্য চেয়েছিল তেহরান। খবর ইয়েনি শাফাকের।

রুহানি বলেন, ইরান চাপে আলোচনায় বসবে না। আমরা কখনো আমেরিকার চাপ মেনে নেব না এবং আমরা দুর্বলতার অবস্থান থেকে আলোচনা করব না।

ইরানি প্রেসিডেন্ট বলেন, স্পর্শকাতর অঞ্চল মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের সাহায্য ছাড়া শান্তি এবং

Exit mobile version