Site icon Jamuna Television

করোনাভাইরাস: মৃতের সংখ্যা ১৮শ’র কাছাকাছি

করোনাভাইরাস বা কোভিড- নাইনটিনের প্রকোপে মৃতের সংখ্যা ১৮শ’র কাছাকাছি। সোমবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ৭১ হাজারের বেশি।

চীনের স্বাস্থ্য বিভাগের দাবি, ধীরে হলেও কমে আসছে মৃত্যুহার। গেলো ২৪ ঘণ্টায় ভাইরাসটির সংক্রমণে প্রাণ গেছে ১০০ জনের।

এরইমধ্যে, প্রথমবার একজনের মৃত্যুর কথা জানিয়েছে তাইওয়ান সরকার। বাকিরা সবাই হুবেই প্রদেশের অধিবাসী ছিলেন। সেখানে, নতুনভাবে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন কমপক্ষে দু’হাজার মানুষ। কোভিড-নাইনটিনের প্রকোপ কমাতে রোববার থেকে প্রদেশটিতে সবধরণের ব্যক্তিগত যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এদিকে, ১৪ দিনের পর্যবেক্ষণ শেষে জাপানের প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেস’ থেকে সরানো হয়েছে মার্কিন নাগরিকদের। এদেরমধ্যে, করোনাভাইরাসে আক্রান্ত ৪০ জনের চিকিৎসা চলছে জাপানেই। সুস্থদের ফেরৎ পাঠানো হবে যুক্তরাষ্ট্রে।

Exit mobile version