Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ আটজন, ঢামেকে ভর্তি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ আটজনকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- নুরজাহান, কিরণ মিয়া, আবুল হোসেন, হিরণ মিয়া, মুক্তা, কাওছার, আপন ও লিমা। তাদের সকালেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, এরমধ্যে নূরজাহান বেগম শতভাগ দগ্ধ হয়েছেন, আবুল হোসেন ইমনের পুড়ে গেছে ৪৫ ভাগ, কিরন মিয়া ৭০ ভাগ দগ্ধ ও কাওছারের পুড়ে গেছে ২৫ ভাগ। এরমধ্যে ৩ বছরের শিশু ইলমা ১৪ভাগ দগ্ধ ও আপনের পুড়ে গেছে ২০ ভাগ।

পুলিশের ধারণা, গ্যাসলাইন লিকেজ থেকে আগুন লেগে দুর্ঘটনা।

Exit mobile version