Site icon Jamuna Television

আশুলিয়ায় সৎ মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

আশুলিয়ায় শেলী সুলতানা নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের সৎ মেয়ে টুম্পা সুলতানাকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহটি ময়না তদন্তে জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার গভীর রাতে (রাত ১২ টায়) আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই সৎ মাকে হত্যা করা হয়েছে। নিহতের গলায় ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের সৎ মেয়ে টুম্পাকে আটক করেছে পুলিশ।

তার ব্যাগ তল্লাশি করে একটি ছুরি ও জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Exit mobile version