Site icon Jamuna Television

হাইকোর্টের কিছু কিছু রায় নিম্নমানের: আপিল বিভাগ

হাইকোর্টের কিছু কিছু রায় নিম্নমানের বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। নদী রক্ষা নিয়ে একটি মামলার হাইকোর্টে রায় প্রসঙ্গে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

সোমবার সকালে নদী রক্ষা বিষয়ে আদেশের শুনানিতে এমন্তব্য করেন আপিল বিভাগ। সংশ্লিষ্ট আইনজীবী মনজিল মোরসেদ ডেকে এনে তার সামনে হাইকোর্টে একটি রায় পড়ে শোনান প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ।

আদালত বলেন, ঐ রায়ে নদীরক্ষায় সরকারকে ১৭টি নির্দেশনা দেন হাইকোর্ট। আপিল বিভাগ প্রশ্ন করেন নির্বাহী বিভাগকে কিভাবে হাইকোর্ট নির্দেশ দেন। বলেন, হাইকোর্টের কিছু কিছু মামলার রায় রীতিমত বিস্ময়কর।

Exit mobile version