Site icon Jamuna Television

ফরিদপুরে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় আগুনে পুড়ে মারা গেছেন খোরশেদ ফকির নামে (৮৫) নামে এক বৃদ্ধ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

খোরশেদ ফকির মৃত ওয়াহাব ফকিরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাঝারদিয়া ইউনিয়নের পরিষদের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.জাকির মোল্লা বলেন, বেলা ১২টা সাড়ে ১২ টার দিকে খোরশেদ ফকিরের বাড়িতে আগুন লাগে।

আগুনে দুটি বসত ঘর, রান্নাঘর, গোয়াল ঘর ও একটি ছাপড়াসহ মোট পাঁচটি ঘর পুড়ে যায়। ছাপড়া ঘরে ছিলেন ওই বৃদ্ধ। আগুনে পুড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, সালথা ও নগরকান্দা দমকল বাহিনীর তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Exit mobile version