Site icon Jamuna Television

সুষ্ঠু ভোট আওয়ামী লীগের কাছে আতঙ্কের মতো: রিজভী

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা শোচনীয়। তাকে অন্যায় ভাবে কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ রিজভী আরও বলেন, সুষ্ঠু ভোট আওয়ামী লীগের কাছে আতংকের মতো। বলেন, বিতর্কিত ও ত্রুটিপুর্ন ইভিএম ভোট চুরির মেশিন হলেও নির্বাচন কমিশন এর পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন। সিইসি রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিচ্ছেন।

চট্টগ্রামে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ঢাকার মতো একই কায়দায় ভোট ডাকাতি করতে ইভিএম ব্যবহারের সিদ্বান্ত নেয়া হয়েছে।

Exit mobile version