Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও দু’জনের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় আরও দু’জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জনে।

সকালে সেন্টমার্টিন্সের পশ্চিম সৈকতে ভাসমান দুই মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। ধারণা করা হচ্ছে, তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। এখন পর্যন্ত উদ্ধার ২১ লাশের মধ্যে ১১ জনের পরিচয় জানা গেছে। তারা সবাই রোহিঙ্গা বলে নিশ্চিত করেছে পুলিশ। গেল ১১ ফেব্রুয়ারি সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন্সের পশ্চিমে ১৩৮ রোহিঙ্গা নিয়ে ডুবে যায় একটি ট্রলার। জীবিত উদ্ধার হয় ৭৩ জন।

এ ঘটনায় ১৯ দালালের নাম উল্লেখ করে মানবপাচার আইনে মামলা হয়েছে। এই মামলায় ৯ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Exit mobile version