Site icon Jamuna Television

অধিনায়কত্ব ছেড়ে দিলেন ডু প্লেসিস

আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে আর টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। সোমবার ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতিতে একথা জানায়।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অধিনায়ক করা হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। এরপর টি-টোয়েন্টি সিরিজে ডু প্লেসি বিশ্রামে থাকায় আবারো অধিনায়কের আর্মব্যান্ড হাতে ওঠে ডি ককের। দক্ষিণ আফ্রিকার ভবিষ্যতের নেতৃত্বের কথা চিন্তা করেই এগুচ্ছে দেশটি ক্রিকেট বোর্ড। একই সাথে ডু প্লেসিও সেই পরিকল্পনার জন্য অধিনায়কত্ব থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে বলে জানানো হয়।

Exit mobile version